পুরুলিয়া : বিডিওর বিরুদ্ধে বিধি বর্হিভূত ভাবে একশো দিনের কাজের প্রকল্পের সুদের টাকা থেকে অফিসের খাওয়া দাওয়ার 43 হাজার টাকার বিল মেটানোর অভিযোগ তুললেন পুরুলিয়ার কাশীপুর পঞ্চায়েত সমিতির তৃণমুলের সভাপতি সুপ্রিয়া বেলথরিয়া। সুপ্রিয়া দেবী ওই অভিযোগ ছাড়াও বিডিও এর বিরুদ্ধে অসহযোগিতার ও সমিতিকে অন্ধকারে রেখে অপ্রয়োজনীয় খরচ করা সহ ব্লকের উন্নয়ন সংক্রান্ত বৈঠকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের না ডাকার মত অভিযোগ তুলেছেন সুপ্রিয়া দেবী। খরচের বিষয়ে জানতে চেয়ে জেলাশাসক কে চিঠি দিয়েছেন সুপ্রিয়া।খোদ শাসক দলের নেত্রী বিডিও এর মত প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলার প্রশাসনিক মহলে।
তবে সমস্ত অভিযোগ উড়িয়ে কাশীপুরের বিডিও প্রিয়াঙ্কা হাটি পালটা দাবি করেছেন সম্পুর্ন ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে।।তিনি সমস্ত নিয়ম নীতি মেনেই কাজ করেছেন বলে জানিয়েছেন বিডিও। ভিডিও কার্যালয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল যাতে ব্লকের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন সেই মিটিংয়ের পর তাদের অফিস স্টাফদের খাওয়া-দাওয়া করানো হয়েছে। এবং এর জন্য ভিডিও কন্টিনজেন্সি তহবিল থেকে টাকা মেটানো হয়েছে।
জেলাশাসক রাহুল মজুমদার বলেন এই মর্মে তার কাছে কোনো খবর নেই খোঁজ নিয়ে বলতে হবে।