সিপিআই(এম)কাশিপুর পূর্ব এরিয়া কমিটির উদ্দোগে কাশিপুর ব্লকের অন্তর্গত তালাজুড়ি তে অবস্থিত সমবায় ব্যাংক খোলার দাবিতে ও সমবায়ে গরিব মানুষের গচ্ছিত টাকা ফেরতের দাবিতে পশ্চিমবঙ্গষ প্রাদেশিক কৃষক সভা গৌরাঙ্গডি অঞ্চল কমিটির মিছিল এবং অবস্থান বিক্ষোভ। উপস্থিত ছিলেন জেলা কো-অপারেটিভের প্রাক্তন চেয়ারম্যান কাশীনাথ ব্যানার্জি, প্রাক্তন বিধায়ক সুরেন্দ্রনাথ মাঝি, কাশিপুর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক শীতল সরকার প্রমুখ।
Home পুরুলিয়া জেলা কাশিপুর সমবায় ব্যাংক খোলার দাবিতে ও সমবায়ে গরিব মানুষের গচ্ছিত টাকা ফেরতের দাবিতে...