সিপিআই(এম) কাশীপুর উত্তর এরিয়া কমিটি,ও আদ্রা শাখার উদ্যোগে কমঃ বাসুদেব আচারিয়ার নেতৃত্বে আদ্রা ডিভিশনের সমস্ত রুটে লোকাল ট্রেন এবং চক্রধরপুর-হাওড়া প্যাসেজ্ঞার, পুরুলিয়া এক্সপ্রেস, রুপসী বাংলা এক্সপ্রেস সহ পুরুলিয়া-ভেল্লাপুরম এক্সপ্রেস চালানোর দাবিতে আদ্রায় DRM অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি এবং DRM কে স্মারকলিপি প্রদান।