খবর আনন্দ-লকডাউন ভাঙ্গার অপরাধে 6 জনকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। শুক্রবার 14 জনকে এবং শনিবার 6 জনকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ।দু’দিনে মোট কুড়ি জনকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় রঘুনাথপুর শহর এলাকা থেকে বিনা কারণে অযথা বাইরে বেরোনো, মাক্স ব্যবহার না করার এবং মোটরসাইকেলে তিনজন আরোহী থাকায় তাদের একাধিক মামলায় গ্রেফতার করে রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল আটক করে।