খবর আনন্দ-রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্যেই পুরুলিয়া জেলার বেশিরভাগ প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় গুলিতে শুরু হয়েছে দু কেজি চাল এবং দু কেজি আলু প্যাকেটিং। পুরুলিয়া জেলার রঘুনাথপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এবং শিক্ষা কর্মীরা এই কাজ শুরু করেছেন। নির্দেশিকা অনুযায়ী আগামী 23 এবং 24 মার্চ প্রতি পড়ুয়া পিছু প্যাকেটিং চাল এবং আলু বিতরণ করা হবে যদিও গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় আগত কয়েকজন অভিভাবক কে এদিন চাল এবং আলু বিলি করা হয়।