খবর আনন্দ-রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো দুই বোনের।মৃতারা হল লক্ষী মাঝি(৬২) ও আরতি মাঝি(৩৭)।বাড়ি রঘুনাথপুর থানার লছমনপুর গ্রামের অদূরে।ফাকা জায়গায় অবস্থিত ওই বাড়িতে থাকতেন দুই বোন।লক্ষীদেবী পেশায় অঙ্গনোয়াড়ি কেন্দ্রের কর্মী।পরিবার সূত্রে জানা গেছে বাড়িতে আগুন লেগেছিল ৬ মার্চ শুক্রবার রাতে।তবে তাদের দাদা পেশায় বর্ধমানের রেল কর্মী শশাঙ্ক মাঝি ঘটনাটি এক বন্ধুর মারফত জানতে পারেন শনিবার দুপুরে।তারপরেই সন্ধ্যার দিকে ঘটনাটি রঘুনাথপুর থানায় জানান তারা।খবর পেয়ে শনিবার রাত সাড়ে নটা নাগাদ পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করেছে।এদিন মৃতাদের পরিবার দাবি করেছে ঘটনাটি রহস্যজনক।কারন দুই বোনই সুস্থ ছিলেন।ঘরের দরজা খোলা ছিল।অথচ আগুন লাগল তারা কেউ বাড়ি থেকে বের হতে পারলেননা?  এই প্রশ্ন তুলছেন তারা।এদিন দুপুরে গ্রামে গিয়েছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরগন।তিনি জানান আগুন লাগার কারন জানতে ফরেনসিক তদন্ত করা হবে।ঘটানায় কেউ কোন অভিযোগ করেননি বলেও জানা এস পি।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here