রঘুনাথপুর শহরে সরকারি ভর্তুকিতে ২৫ টাকা কিলো দরে আলু।
বুধবার রঘুনাথপুর শহরের চেলিয়ামা রোডে একটি সরকারি কার্যালয় থেকে সরকারি ভর্তুকিতে ২৫ টাকা কিলো দরে জ্যোতি আলু দেওয়া শুরু করল প্রশাসন। এদিন রঘুনাথপুর শহরবাসী সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ ভর্তুকির আলু পেয়ে খুশি।