পুরুলিয়া (রঘুনাথপুর) : রঘুনাথপুর পৌরবাসীদের দীর্ঘদিনের দাবি পুরণ হতে চলেছে। প্রায় 1 কোটি 7 লক্ষ্য টাকা দিয়ে শহরের পাঁচটি রাস্তার পুনর্নির্মাণের কাজের সূচনা হলো শুক্রবার। এদিন পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সৌমেন বেলরিয়া এই নির্মাণ কাজের সূচনা করেন ‌। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রঘুনাথপুর পৌর প্রশাসক তরনী বাউরী জেলা পরিষদের কোমেন্টের জয় বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা ‌। এর পাশাপাশি এদিন রঘুনাথপুর পৌরসভার কমিউনিটি হলে পৌরসভার পক্ষ থেকে একটি নাগরিক কনভেনশনে অনুষ্ঠিত হয়‌। এই কনভেনশনে পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে শতাধিক মানুষ উপস্থিত হয়ে তাদের সমস্যার কথা জানান। তরণী বাউরী জানান রঘুনাথপুর পৌরসভার পাঁচটি রাস্তার পুনর্নির্মাণের কাজ আরম্ভ হয়েছে আগামী দিনে পৌরসভার বাকি রাস্তা গুলো পুন নির্মাণের কাজ দ্রুত আরম্ভ হবে ।

সৌমেন বেলথরিয়া বলেন রঘুনাথপুর পৌরসভায় যে সমস্যাগুলো রয়েছে দ্রুত তার সমাধান হবে ইতিমধ্যেই রাস্তা নির্মাণের কাজ আরম্ভ হয়েছে ও পানীয় জলের জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here