রঘুনাথপুর উপ সংশোধনাগারে শুরু হয়েছে নিরক্ষর বিচারাধীন বন্দীদের অক্ষর চেনানোর প্রকল্প।সোমবার সেই কাজ পরিদর্শন করে গেলেন পুরুলিয়ার জেলাশাসক অভিজিত মুখোপাধ্যায়।সাথে ছিলেন রঘুনাথপুরের এস ডি ও দিব্যা মুরগেশন।মূলত এস ডি ও এর উদ্যোগেই বন্দীদের পড়ানোর প্রকল্প শুরু হয়েছে।জেলা শাসক জানান সংশোধনাগারের তিন কর্মী নিরক্ষরদের পড়াচ্ছেন।তাদের বই খাতার যোগান দিচ্ছে প্রশাসন।
Home খবর আনন্দ স্পেশাল রঘুনাথপুর উপ সংশোধনাগারে শুরু হয়েছে নিরক্ষর বিচারাধীন বন্দীদের অক্ষর চেনানোর প্রকল্প।