রঘুনাথপুর : সোমবার রঘুনাথপুর থানা এলাকার নন্দুয়াড়া মোড় এলাকায় এক ব্যক্তির মোবাইল ফোন রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে দুই সিভিক ভলেন্টিয়ার। সোমবার রঘুনাথপুর শহরের নন্দুয়াড়া মোড়ে কর্মরত ছিলেন সিভিক ভলেন্টিয়ার বিপ্লব নাগ এবং প্রকাশ বাউরী। এদিন দুপুর ১টায় তারা দেখতে পায় রাস্তার ধারে একটি মোবাইল ফোন পড়ে রয়েছে, এরপরই তারা সন্ধান শুরু করে এই মোবাইল ফোনের প্রকৃত মালিকের। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা প্রকৃত মালিকের খোঁজ পায় , প্রকৃত মালিক আসানসোলের বাসিন্দা অনিন্দ্য কুমার। এরপর সব দিক খতিয়ে তার হাতে মোবাইল ফোন তুলে দেন দুই সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ারের এই কাজে আপ্লুত হয়ে দুই সিভিক ভলেন্টিয়ার কে ধন্যবাদ জানান অনিন্দ্য কুমার।