লকডাউনে যেমন মানুষ সমস্যার মুখে পড়েছে তেমনি এই সময়ে সামনে এসেছে নানান মানবিক মুখ। রমজানের রোজা রাখা সত্বেও ডি ওয়াই এফ ওয়াই কর্মী হেলাল আহমেদ , আয়ুব আনসারী,নিজামুদ্দিন আনসারী,সান্নাবাজ আনসারী রক্তের সংকট মেটাতে রক্তদান করলেন। এছাড়া এদিন বিশ্বরূপ চক্রবর্ত্তী রক্ত দান করলেন।
আজ রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এ তারা রক্ত দান করেন।এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই কর্মী,অজয় গাঙ্গুলী ও অভীক মুখার্জ্জী।