যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নিতুরিয়া থানার রায়বাঁধের জোড়বেড়িয়া এলাকায়। পুলিস জানায় মৃতের নাম বুদ্ধেশ্বর সরেন (২৮) , বাড়ি নিতুরিয়ার হাঁসাপাথর গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, জোড়বেড়িয়ার কাছে এমএসকে বিদ্যালয় সংলগ্ন ফাঁকা মাঠে একটি যুবকের দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা খবর দেয় নিতুরিয়া থানায়। খবর পাওয়া মাত্র রঘুনাথপুর মহকুমা পুলিস আধিকারিক দূর্বার বন্দ্যোপাধ্যায়, সিআই সুজিত পতি সহ নিতুরিয়া থানার পুলিস আধিকারিক রা ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহের পাশে তার সাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। পুলিসের অনুমান কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে বুদ্ধেশ্বরকে খুন করেছে। পুলিস দেখা মাত্র এলাকার উৎসুক মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। মৃতের স্ত্রী প্রথমা সরেন এ বিষয়ে নিতুরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। মৃতের পরিবার সূত্রে জানা যায় দিনমজুরের কাজ করত বুদ্ধেশ্বর। বুধবার পাশের গ্রামে বিয়ে বাড়িতে গেছিল। তারপর এলাকাবাসীর মুখে তারা মৃত্যুর খবর পায়। মৃতের পরিবারের তরফে দোষীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আর্জি জানানো হয়।এ বিষয়ে তদন্ত শুরু করেছে নিতুরিয়া থানার পুলিশ। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here