মুরগি খামার থেকে উদ্ধার হল এক ময়াল সাপ। বৃহস্পতিবার পাড়া থানার ঝাপড়া এলাকার একটি মুরগি খামার থেকে এই সাপটিকে উদ্ধার করে বনদপ্তর এর কর্মীরা। বনদপ্তর সূত্র জানা গেছে খাবারের সন্ধানে প্রায় আট ফুট লম্বা ও15 কেজি ওজনের এই ময়াল সাপ টি একটি মুরগির খামারে প্রবেশ করে প্রায় আড়াই কেজির একটি মুরগি খেয়ে নেয়। সাপটিকে উদ্ধার করে পুরুলিয়ার মিনিজূ নিয়ে যাওয়া হচ্ছে যেখানে স্বাস্থ্য পরীক্ষার পর পুনরায় সাপটিকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে। খামার মালিক অভিজিৎ সাহা বাবু বলেন সকালে সাপটিকে খামারের মধ্যে দেখতে পাওয়া যায়। বনদপ্তর কে খবর দেয়া হলে বনকর্মীরা সাপটিকে উদ্ধার করার সময় তার পেট থেকে একটি মৃত মুরগি বেরিয়ে আসে।