মারা গেলেন কোভিড চিকিৎসাধীন ডেপুটি সিএমওএইচ-১
করোনাই আক্রান্ত হয়ে মারা গেলেন পুরুলিয়া স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক।নতুন বছরের দ্বিতীয় দিনই বড়সড় ধাক্কা খেল পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তর। আজ, রবিবার ভোরের দিকে কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন পুরুলিয়ার ডেপুটি সি এম ও এইচ-১ সত্যনারায়ণ চৌধুরি বলে পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুনাল কান্তি দে জানান, ডেপুটি সি এম ও এইচ-১ সত্য নারায়ণ চৌধুরি কয়েকদিন আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন। কলকাতা মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছিল । সেখানেই আজ ভোরের দিকে তাঁর মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরুলিয়া স্বাস্থ্য বিভাগে।