রঘুনাথপুর :- রঘুনাথপুর থানার অন্তর্গত নতুনডি কলাগোড়া জিপির মনগ্রামে সোমবার আয়োজিত হল হলো পুলিশ সহায়তা কেন্দ্র (PAB)। গ্রামবাসীদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জানার পাশাপাশি এই উপলক্ষে গ্রামবাসীকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয় এবং মাস্ক বিতরণ করা হয় ।