খবর আনন্দ-ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে আজ সারা জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতীয় বিজ্ঞান দিবস। মহান বিজ্ঞানী সি ভি রমন….. ‘রমন এফেক্ট’ আবিস্কার করেন 1928 সালের 28 ফেব্রুয়ারি। এই আবিষ্কারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বিজ্ঞান চিন্তা প্রসারের উদ্দেশ্য এই দিনটি 1986 সাল থেকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবছরও ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে এই দিনটি ‘বিজ্ঞান মনস্ক ভারত গড়ে তুলুন’ এই আহ্বান জানিয়ে পালন করা হয়। জেলার সিধো কানহো বিরষা বিশ্ববিদ্যালয়, রঘুনাথপুর কলেজ, আদ্রা নিগমনগর বিদ্যালয়, বান্দোয়ান ড,এ এন ঝাঁ স্কুল, কেন্দার দরডি হাই স্কুল, হুড়ার লক্ষনপুর ওয়াই এস এস কে বিদ‍্যাপিঠ, আড়ষার বড়াম হাই স্কুল, গোরাদাগ হাই স্কুল সহ জেলার বিভিন্ন ব্লকের প্রায় 40 টি শিক্ষা প্রতিষ্ঠানে ব‍্যাজ পরিধান, সপথবাক‍্য পাঠ, সেমিনারের মাধ্যমে এই কর্মসূচি পালিত হয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পুরুলিয়া জেলা শাখার সম্পাদক তথা শিক্ষক রঞ্জিত জানা জানান এবছর একেবারে পরীক্ষার মরসুমে এই কর্মসূচি হওয়া সত্ত্বেও সর্বত্র ব‍্যাপক সাড়া মিলেছে। অন‍্যদিকে অবৈজ্ঞানিক চিন্তা, ধর্মীয় গোঁড়ামি, অন্ধতা যেভাবে নানা মহল থেকে প্রসার ঘটানো হচ্ছে, ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে তাতে করে এবারের কর্মসূচি আরও তাৎপর্যপূর্ন। তাই সর্বত্র সফলভাবে সম্পন্ন হয়েছে।

KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here