আনারা-চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত প্রয়ানে শোকস্তব্ধ পুরুলিয়া জেলা সহ রেল শহর আনারা।
১৯৪৪ সালে আনারা ওল্ড কলোনি পুরাতন হাসপাতালের পাশে রেল আবাসনে জন্ম নিয়েছিলেন চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। পাড়া শিব নারায়ন হাই স্কুলে তিনি ছোট বেলায় পড়া শোনা করতেন, তারপর চলে আসেন কলকাতায়। ২০১৭ সালেও তিনি দেখতে আসেন তার জন্ম ভিটা । সেখানে একটি টেলিফিল্মের সুটিং করেন তিনি। তাছড়া পুরুলিয়া জেলাজুড়ে বিভিন্ন স্থানে অনেক গুল ছবির শুটিং করেছিলেন তিনি। সুন্দরী পুরুলিয়ার সৌন্দর্য ক্যামেরাবন্দি করে রাজ্য থেকে দেশের দরবারে একটি নতুন মাত্রা দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের পক্ষ থেকে প্রয়াতঃ চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত কে শহরবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।