বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলা সহকর্মীর সাথে সহবাস করার অভিযোগে গ্রেফতার বিদুৎ বিভাগের ডিভিশনাল ইঞ্জিনিয়ার। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদুৎ নিগম সংস্থার ঝালদা বিদুৎ বিভাগের মহিলাকর্মী সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঝালদা থানায় গত ১২ তারিখ লিখিত অভিযোগ  করেন ,ঝালদা পশ্চিমবঙ্গ রাজ্য বিদুৎ নিগম সংস্হার কর্মী  ডিভিশনাল ইঞ্জিনিয়ার শুরুদ ইকবাল বিরুদ্ধে। মহিলা সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্বন্ধ কড়াই সে গর্ভবতী হয়ে পড়ে। তারপর গুরুদ ইকবাল কে বিয়ের কথা বললে সে তার স্ত্রী কে সঙ্গে নিয়ে এসে আমার অফিসে সকলের সামনে আমাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে গতকাল সন্ধ্যায় গুরুদ ইকবালকে গ্রেপ্তার করে ঝালদা থানার পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক মামলা রুজু করে পুলিশ।