পাড়া বিধানসভার পাড়া মন্ডলের নডিহা  মোড়ে বিজেপির চা চক্রের সময় তৃণমূল কংগ্রেস থেকে 76 টি পরিবার এবং তাদের নেতৃত্বে 280 জন  সমর্থক এবং সিপিএম থেকে দশটি পরিবার তাদের নেতৃত্বে 40 জন সমর্থক। বিভিন্ন দল থেকে মোট 320 জন সমর্থক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।