CPI(M) কাশিপুর উত্তর এরিয়া কমিটির আহ্বানে পুরুলিয়া জেলার রেল শহর আদ্রায় আয়োজিত হল গন কনভেনশন। সোমবার দুপুরে ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ড এর নিকটে এই কনভেনশনের উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া, সিপিআইএম জেলা সম্পাদক প্রদীপ রায়, কাশীনাথ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আদ্রা ও জয়চন্ডী তে প্রস্তাবিত উড়ালপুলের কাজ দ্রুত শেষ করতে হবে, অবিলম্বে আদ্রা ডিভিশন এর আগের মত লোকাল ট্রেন চালু , রেল শহর আধার রাস্তাগুলি দ্রুত মেরামতের দাবি ছাড়াও একাধিক দাবিতে এই গণ কনভেনশন আয়োজিত হয়। আগামী 5 ই জানুয়ারি জেলার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলাশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি সফল করার ডাক দেয়া হয় কনভেনশন এর মাধ্যমে।