পুরুলিয়া : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। সোমবার সকালে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানা অন্তর্গত বাবুগ্রামে ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম অভিজিৎ নন্দী (৩০)। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে অভিজিৎ তার সবজি বাগানে বৈদ্যুতিক পাম্প চালিয়ে সবজিতে জল দেওয়ার সময় পাম্পের তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর দেয়া হয় রঘুনাথপুর থানার পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।