পুরুলিয়া : বলরামপুর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ও পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় বুধবার বেলা অঞ্চলের অন্তর্গত ভালুবাসা ,ডাহারডি ও বহড়াডি গ্রাম গুলির লোকজন দের কে নিয়ে বহড়াডি গ্রামে এক বিশেষ স্বাস্থ্য শিবিরের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হল। এই শিবিরে ১৫০ জনের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয় এবং কুসংস্কার ও বুজরুকি নিয়ে হাতে কলমে যুক্তিবাদী অনুষ্ঠান দেখানো হয়।এই যুক্তিবাদী অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করেন সক্রিয় বিজ্ঞান কর্মী ধনঞ্জয় মুর্মু ও রবীন্দ্রনাথ সরেন। এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ নয়ন মুখার্জি, বলরামপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক দিলীপ কুমার ঝা,সহ-সম্পাদক ধনঞ্জয় মুর্মু, রবীন্দ্রনাথ সরেন, বিমল পান্ডা ও আরও অনেকে।