মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে পুরনো দলে ফিরলেন  জেলার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট  বিষ্ণু মেহেতা।গত পঞ্চায়েত নির্বাচনের পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তৃণমূলে কোনো গুরত্ব না পাওয়ায় দলের সাথে মনোমালিন্য হয় পরে দল ছাড়েন তিনি। রাজ্যে সভাপতি দীলিপ ঘোষের হাত ধরে যোগ দেন বিজেপিতে। মুখ্যমন্ত্রীর ডাকে সারা দিয়ে প্রায় এক বছর দু মাস পর  পুরোনো দলে ফিরলেনএক সময়ে এই জেলা নেতা ও রঘুনাথপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর। বিষ্ণু বাবু বলেন দলের নেতারা পুলিশ নির্ভরশীল হয়ে পড়েছিল সামনে পেছনে পুলিশ নিয়ে ঘুরতো ফলে মানুষের সাথে দূরত্ব তৈরী হচ্ছিলো।দলের সভাপতি গুরুপদ টুডু বলেন বিষ্ণু বাবুর অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে।