পুরুলিয়া (কাশিপুর)-মঙ্গলবার কাশীপুর ব্লকের বিজেপি পরিচালিত গগনাবাদ গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য বুদ্ধেশ্বর মাঝি, গগনাবাদ অঞ্চল সংখ্যালঘু মোর্চা সভাপতি জব্বর আনসারী, গগনাবাদ অঞ্চলের সক্রিয় বিজেপি কর্মী কৃষ্ণ পদ পরামানিক বিজেপি ছেড়ে প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া ও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়ার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।