পাড়া বিধানসভার রঘুনাথপুর ২ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার যুব শক্তির আলোচনা সভায় জরাডি অঞ্চলের দান্দুয়া সংসদ ও বগড়া সংসদ থেকে বিজেপি ও সিপিআইএম থেকে ৫১ টি পরিবার তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদো টুডু, উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বিধায়ক উমাপদ বাউরী যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুশান্ত মাহাতো প্রমূখ।