বাগান্ডী গ্রামের নিখোঁজ 2 যুবকের খোঁজ নিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
পুরুলিয়া,উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে চামোলি জেলার অনেকটা। প্রায় ১৭৪ জন মানুষ নিখোঁজ ,মৃত্যু হয়েছে 33 জন মানুষের। এই ঘটনায় পুরুলিয়া জেলার আরসা থানার বাগান্ডি গ্রামের দুই যুবক অশ্বিনী তন্তুবায় ও শুভঙ্কর তন্তুবায় এখনো নিখোঁজ রয়েছেন। মাস চারেক আগে কাজ করতে গেছিলেন উত্তরাখণ্ডে তপবন পাওয়ার প্লান্টে। দুর্ঘটনার পর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না , মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না এমনটাই জানিয়েছেন