বলরামপুর ব্লকের জয়েন্ট বিডিওর শরীরে এবার করোনা সংক্রমণ । ব্লক আধিকারিকের করোনা পজিটিভ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় বলরামপুর জুড়ে । দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বলরামপুর ব্লকের ওই আধিকারিকের জ্বর ও মাথা যন্ত্রনা হচ্ছিল । সেই কারনে বাঁশগড় হাসপাতাল থেকে র্যাপিড টেস্ট করান তিনি , রিপোর্ট পজিটিভ আসে । আক্রান্ত জয়েন্ট বিডিওকে রোটারি করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উনার সম্পর্কে আসা ব্যক্তিদের লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে।