বলরামপুর বিধানসভায় পুরুলিয়া জেলা সম্পাদক বানেশ্বর মাহাতো মহাশয় এবং বলরামপুর বিধানসভার কনভেনার গোপাল কাটারুকার নেতৃত্বে বলরামপুর মন্ডলের জেড পি ১০ এর ডাভা গ্রামের দুটি সংসদ থেকে প্রায় ২৫০ টি পরিবার TMC, CPIM ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।