বজ্রাঘাতে মৃত্যু হলো স্বামী ও স্ত্রীর। রবিবার দুপুর 2:30 নাগাদ পুরুলিয়া জেলার হুড়া থানা অন্তর্গত ফুফুন্দী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মৃতের নাম বিনোদবিহারী হেমরম 45 ও অপর্ণা হেমরম 40 জানিয়েছেন। এদিন দুপুরে তারা বাড়ির উঠোনে কাজ করছিলেন সেই সময় বজ্রাঘাতে মৃত্যু হয় তাদের।