বিহারের পাটনায় ফুলবিক্রি করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় পুরুলিয়া জেলার বলরামপুর থানার চারজন বানজারা সম্প্রদায়ের মানুষ ও আহত হন দু জন ।ঘটনাটি ঘটেছে শুক্রবার বিহারের পাটনা জেলার ফতুয়া নামক রেল স্টেশন এলাকায়।স্থানীয় নালন্দা মেডিকেল কলেজ হসপিটালে ময়না তদন্তের পর রবিবার চারটি দেহ বলরামপুর পাঁড়কিডি এলাকায় এসে পৌঁছাল। শোকের ছায়া নেমে আসে বানজারা অধিবাসীদের বসতিতে।মৃতদের মধ্যে রয়েছে এক অন্তসত্তা মহিলা,এক শিশুকন্যা ও দুই যুবক ।মৃতদের নাম হোল যমুনা সিং(৪৫),কানাইয়া সিং (১৮),কৌশল দেবী( ৩৫),সরস্বতী দেবী (১০)।ঘটনা প্রসঙ্গে জানাগেছে কয়েকদিন আগে এই চারজন বলরামপুর থেকে ট্রেনে করে পাটনার ফতুয়া এলাকায় যান।সেখানে স্টেশনের অদুরে একটি গাছতলায় আশ্রয় নেন তারা।শুক্রবার দুপুরে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মারাযান চারজন এবং আহত হয়েছে দু জন।পরিবারের লোকজন খবর পেয়ে দেহ আনতে পাড়ি দেন বিহারে।রবিবার সেখান থেকে চারটি দেহ দুটি এম্বুল্যান্স করে নিয়ে এসে সৎকার্য সম্পন্ন করেন বানজারা সম্প্রদায়ের মানুষজন। পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হল আর্থীক সাহায্য।