প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ দুপুর 12 টা 15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। খবর ছড়াতেই শোকের ছায়া নেমে আসে রাজ্য জুড়ে। কিন্তু আমাদের মনের আনাচে-কানাচে এখনও বিদ্যমান তিনি। তার স্মৃতি বিজড়িত রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়। ১৯৮০ সালে মুক্তি পাওয়া হীরক রাজার দেশে চলচ্চিত্রের বেশ কিছু অংশ শুটিং হয়েছিল পুরুলিয়া জেলার এই পাহাড়ে। এই ছবিতে শিক্ষক উদয়ন পন্ডিত এর ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এই জয়চন্ডী পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুটিং করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।