প্রয়াত প্রাক্তন সাংসদ বীর সিং মাহাত।
সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বীর সিং মাহাত প্রয়াত। শনিবার দুপুর ২.১৫ মিনিটে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। 1991 সাল থেকে 2006 সাল পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে রাজনৈতিক মহলের শোকের ছায়া। আগামীকাল রবিবার পুরুলিয়ার বাগমুন্ডি থানা অন্তর্গত শারীডি গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হবে।