প্রথম দিনই একই ট্রেনের দুই ভাড়া নিয়ে বিভ্রান্ত যাত্রীরা।
দীর্ঘ নয় মাস পর সোমবার থেকে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে আরম্ভ হয়েছে পাঁচ জোড়া বিশেষ মেল ও এক্সপ্রেস ট্রেন ও তিন জোড়া লোকাল ট্রেন। সোমবার সকালে খড়গপুর আসানসোল 08027 বিশেষ মেল এক্সপ্রেস ট্রেন তার যাত্রাপথ আরম্ভ করে। এই দিন সকালে যাত্রীরা আদ্রা স্টেশন থেকে রেলের নিয়ম মোতাবেক আসানসোলের জন্য 30 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করেন। আসানসোল থেকে যখন এই ট্রেনটি 08028 বিশেষ মেল এক্সপ্রেস ট্রেন হয় খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সেই সময় বিকেল চারটার পর এই ট্রেনের টিকিট 30 টাকার জায়গায় আসানসোল স্টেশন থেকে আদ্রার যাত্রীদের 10 টাকার টিকিট দেওয়া হয়। কিন্তু ট্রেনে ওঠার পর সমস্যায় পড়েন যাত্রীরা। টি টি এস টিকিট চেক করার সময় তাদের এই টিকিট কে অবৈধ বলেন। যদিও কয়েকজন যাত্রী একই সমস্যা কথা জানাবার পর তাদের কোন ফাইন দিতে হয়নি। যাত্রীদের দাবি রেলের গাফিলতির কারণে সমস্যায় পড়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here