পুরুলিয়া : সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইন্সটিটিউটের সহযোগিতায় পুষ্টি বিষয়ক একটি সভার আয়োজন করল রঘুনাথপুর মহকুমা প্রশাসন। শুক্রবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রঘুনাথপুরের মহকুমাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য, ব্লকের সিডিপিও, অঙ্গনওয়াড়ি কর্মী ও কন্যাশ্রী পড়ুয়ারা। অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইন্সটিটিউটের পুষ্টিবিদেরা। আলোচনায় বিভিন্ন পুষ্টিকর খাবার নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও শিশু পুষ্টি সংক্রান্ত একাধিক বিষয়েও হয় আলোচনা। ছিল প্রশ্নোত্তর পর্ব।