পুরুলিয়াতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।।তারই মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে পুরুলিয়া শহরের বাসিন্দা ওই ব্যক্তির মৃত্যু হৃদরোগে মৃত্যু হলেও তার কোভিড টেষ্টের রিপোর্ট পজিটিভ এসেছে।এই পরিস্থিতিতে করোনার সংক্রমন রোধে পুরুলিয়া পুরসভা এলাকা ও আদ্রা রেল টাউনে সোমবার বিকাল চারটে থেকে বৃহস্পতিবার রাত ১২ টা অব্দি সার্বিক লক ডাউনের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।রবিবার বিকালে এই সিদ্ধান্ত নিয়েছেন পুরুলিয়ার জেলা শাসক।
এই লক ডাউনে চিকিতসা সংক্রান্ত বিষয় ও জরুরী পরিষেবা ছাড়া সমস্ত দোকান ও বাজার বন্ধ থাকবে।আদ্রাতে রেল টাউনের পাশাপাশি দুই পঞ্চায়েত এলাকা যেখান থেকে লোকজন রেল টাউনে আসেন সেই এলাকগুলির একাংশে লক ডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Home পুরুলিয়া জেলা আদ্রা পুরুলিয়া পুরসভা এলাকা ও আদ্রা রেল টাউনে সোমবার বিকাল চারটে থেকে বৃহস্পতিবার...