পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নতুন কার্যালয়ের উদ্বোধন হলো বৃহস্পতিবার, পুরুলিয়া টামনা থানার অন্তর্গত দুলমি নডিহা তে।পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি পারিবারিক বাড়িতে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যলয় ছিলো, সেইখানে করোনার আবহে পাটির কজকর্ম করতে অসুবিধে হতো বলে জানান পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নবেন্দু মাহালি।উদ্বোধন এর দিনেই পুরুলিয়া রঘুনাথপুর এর বিজয় গুঁই ও অশোক দাস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ও জেলা তৃণমূলের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো, মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, জেলা সভাপতি গুরুপদোর টুটু, সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতা ও কর্মীরা।এদিন এই অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মানা হয়নি বলে জেলা বিজেপির অভিযোগ।