https://www.facebook.com/1006785546112523/posts/1994399190684482/?sfnsn=wiwspmo&extid=GwVRyoc4yfpzoFl5&d=n&vh=e
ডায়ালিসিস করাতে আসা রোগীদের মাথায় খুলে পড়ল হাসপাতালে ফলস সিলিং
অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন ডায়ালেসিস করাতে আশা রোগীরা। শনিবার দুপুরে হঠাৎই পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালেসিস ওয়ার্ডের ফলস সিলিং খুলে পড়ে । ঘটনায় এক রোগীর মাথায় সিলিং পড়ে যাওয়ায় মাথায় আঘাত পেয়েছেন তিনি বলে অভিযোগ। ঘটনায় স্বাস্থ্য বিভাগের ব্যর্থতা বলে দাবি রোগীর পরিবারের। এদিন দুপুরে কয়েকজন রোগীর তখন ডায়ালেসিস চলছিলো সেই সময় এই দুর্ঘটনা ঘটে।সঙ্গে সঙ্গে রোগীদের বাইরে বের করে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্বাস্থ্য কর্তারা।বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ওয়ার্ডে। তবে কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।আপাতত ডায়ালেসিস ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে।