পুরুলিয়া,পুরুলিয়া পৌরসভার পত্তন কাউন্সিলের প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া শহরের। শনিবার রাতে শহরের জনবহুল এলাকায় এই ঘটনায় আতঙ্কে শহরবাসী। পুরুলিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলার বছর খানেক আগে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন এরপর তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর এদিন রাত্রে তিনি এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন স্কুলের অদূরে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে দুষ্কৃতীরা তাকে গুলি করে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে তার পেটে গুলি লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। ঘটনা স্থলে একটি গুলির খোল, মোবাইল ও একটি জুতো উদ্ধার করে পুলিশ। তবে এখনো কোনো দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here