খবর আনন্দ-পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে পুরুলিয়া শহরের উপরে চলছে ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি। লক ডাউন এর নিয়ম সঠিকভাবে জনগণ মানছেন কিনা তা দেখতে এবার ড্রোন ক্যামেরার ব্যবহার আরম্ভ করলো পুরুলিয়া জেলা পুলিশ। প্রথম ধাপে পুরুলিয়া শহরের উপরে নজরদারি শুরু করেছে এই ড্রোন ক্যামেরা টি।