পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে পাড়া থানার সহযোগিতায় আনারা সাউথ ইস্টার্ন রেলওয়ে কলোনি বয়েজ স্কুলে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হলো।
আদিবাসী পাতা নাচ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় এবং এই অনুষ্ঠানের মধ্যদিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা দেওয়া হয় । ২৫ জনের হাতে তুলেদেওয়া হয় হেলমেট। আদিবাসী মহিলাদের শাড়ি বিতরণ করাহয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক উমাপদ বাউরী , পাড়া থানার ওসি বিশ্বজিৎ ব্যানার্জি , I/C আনারা ফাঁড়ি সুকুমার হোতা , পঞ্চায়েত সমিতির সভাপতি অমর মাহাতো , জেলা পরিষদ সদস্য মনোজ সাহা , সমাজসেবী কিরিটি আচার্য ও অন্যান্য বিশিষ্ট সমাজসেবী গোন