পুরুলিয়া জেলার নিতুরিয়া পারবেলিয়া সরস্বতী ক্লাবের গণেশ পুজোর খুঁটি পুজো হলো আজ।
করোনা ভাইরাস সম্বন্ধে জনসচেতনতা বাড়ানোর ভাবনা নিয়ে এবারের গণেশ পুজোর আয়োজন করেছে নিতুরিয়া পারবেলিয়া সরস্বতী ক্লাব। মঙ্গলবার ক্লাব সংলগ্ন ইসিএল ফুটবল ময়দানে আনুষ্ঠানিকভাবে এর খুঁটি পুজো হয়ে গেল। পুজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম শান্তি ভূষণ প্রসাদ যাদব জানান করোনা আবহে এবারের পুজো খুবই ছোট করে অনুষ্ঠিত হবে । দুদিনের পূজোতে থাকছে জনসচেতনতার বার্তা।