মেয়াদ শেষের পরে পুরুলিয়ার তিন পুরসভাতেই প্রশাসক নিয়োগ করলো রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর।পুরুলিয়া,রঘুনাথপুর ও ঝালদা এই তিন পুরসভার প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে তৃণমূলের তিন পুরপ্রধানকে।পুরুলিয়া পুরসভায় প্রশাসক হয়েছেন পুরপ্রধান শামিম দাদ খান।।রঘুনাথপুর ও ঝালদায় যথাক্রমে দুই পুরপ্রধান মদন বরাট ও প্রদীপ কর্মকার।।একই সাথে পরিচালন বোর্ডের সদস্যদের নাম পুরসভাগুলিতে পাঠিয়েছে রাজ্য পুর দফতর।পুরুলিয়াতে পরিচালন বোর্ডে উপ পুরপ্রধান বৈদ্যনাথ মন্ডল সহ আছেন আরো তিন চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য।রঘুনাথপুরে পরিচালন বোর্ডে আছেন উপপুরপ্রধান তরণী বাউড়ি। ঝালাদায় বোর্ডে আছেন ভাইস চেয়ারম্যান কাঞ্চন পাঠক।।বুধবার জেলার তিন পুরসভার মেয়াদ শেষ হয়েছে।বৃহস্পতিবার প্রশাসক হিসাবে দায়িত্ব নিয়েছেন তিন বিদায়ী পুরপ্রধান।তবে তিন পুরসভাতেই পরিচালন বোর্ডে বিরোধী দলের কোন কাউন্সিলর স্থান না পাওয়ায় ক্ষুব্ধ কংগ্রেস,সিপিএমের মত বিরোধীরা।তাদের অভিযোগ গনতান্ত্রিক নিয়ম নীতি না মেনে শুধু দলতন্ত্রকে প্রাধান্য দেওয়াতে পরিচালন বোর্ডে বিরোধীদের স্থান দেয়নি তৃণমূলের রাজ্য সরকার।।