রঘুনাথপুর (তীর্থ রায়): জেলার প্রতিটি ব্লকে কোরনা আক্রান্তদের জন্য সেফ হোম তৈরি করবে জেলা প্রশাসন।এই কাজে জমি চিনহিতকরণ সহ অন্যান পক্রিয়া অনেকটাই এগিয়েছে।এছাড়াও প্রতি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তৈরি করা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড।যেখানে রাখা হবে করোনা আক্রান্ত রোগীদের।রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কোভিড ইউনিট পরিদর্শনের পরে এই বিষয়গুলি জানান পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার।এদিন রঘুনাথপুরে এসডিও দিব্যা মুরগেশন ও হাসপাতালের সুপার সোমনাথ দাস কে নিয়ে পিপিই কিট পরে কোভিড ইউনিট পরিদর্শন করেন ডিএম।তার আগে রঘুনাথপুর শহরের ব্লক কমিউনিটি হল ও পৌরসভা কমিউনিটি হলে পরিবহনকর্মী, মিডিয়া কর্মী এবং হকারদের প্রথম ডজের টিকাকরণ কেন্দ্রের পরিদর্শন করেন জেলা শাসক ও মহকুমা শাসক। এসডিও অফিসে রঘুনাথপুর মহকুমার ছটি ব্লকের বিডিও এবং বিএমওএইচ দের সাথে করোনা পরিস্থিতি মোকাবিলার কাজ নিয়ে আলোচনা করেন তিনি।জেলাশাসক জানান অন্যান জেলার তুলনায় করোনা সংক্রমন ও মৃত্যুর হার কম হলেও প্রশাসন কোনভাবেই আত্মসন্তুষ্টিতে ভূগছে না বলেই একেবারে মাঠে নেমে করোনা মোকাবিলার কাজ করা হচ্ছে।সেই ক্ষেত্রে এইবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বাড়িতে আইসোলেশনে থাকা রোগীদের নিয়মিত পর্যবেক্ষন করবেন স্বাস্থ্যকর্মীরা।পালস অক্সিমিটার ও থার্মাল গান নিয়ে সেই কাজ করবেন তারা। এদিন প্রশাসনের তরফে মহকুমা স্বাস্থ্য দফতরকে ১০ টি অক্সিজেন সিলিন্ডারের ফ্লো মিটার দেন ডিএম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here