পুরুলিয়া : দীর্ঘ কয়েক মাস পর ফের খুলে গেল অযোধ্যা পাহাড়ের বামনী ঝর্ণার গেট। বুধবার ডি এফ ও দেবাশীষ শর্মা ফিতা কেটে নতুন রূপে সুসজ্জিত বামনী ঝর্ণার এর উদ্বোধন করেন। বামনী গেটের দরজা খুলতেই খুশি পর্যটকরা। এদিন বামনী ঝর্ণার উদ্বোধন করতে এসে প্রাকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চের সদস্যদের বিক্ষোভের মুখে পড়তে হয় ডি এফ ও সহ অন্যান্য আধিকারিকদের। সংগঠনের পক্ষে দাবি করা হয় স্থানীয় আদিবাসীদের বামনী ঝরনা এলাকায় ব্যবসা করতে দিতে হবে। এরপর ডিএফ ও সহ অন্যান্য আধিকারিকরা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করার পর সমস্যার সমাধান হয়। তাদেরকে সঙ্গে নিয়েই এ দিন সকলের জন্য খুলে দেওয়া হলো বামনী ঝর্ণার গেট। বেশ কয়েক মাস ধরে নতুনরূপে বামনী ঝর্ণাকে সাজাবার উদ্দেশ্যে বন্ধ রাখা হয়েছিল বামনী ঝরনার প্রবেশদ্বার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here