রঘুনাথপুর : পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক ও আরোহী।

পুরুলিয়া জেলার রঘুনাথপুর ব্লক ডাঙ্গা এলাকায় পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ওপর এই দুর্ঘটনাটি ঘটে। এদিন বিকেলে বরাকর গামি বাইক চালক খুরশিদ আনসারী(৩৫) ও আরোহী মুকেশ কুমার বিশ্বকর্মার(৩৮) সাথে ডাম্পারের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয় বাইক চালক ও আরোহী। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ দু’জনকেই রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে রঘুনাথপুর থানার পুলিশ যদিও ডাম্পারের চালক ও খালাসী পলাতক বলে জানায় পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here