নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে রঘুনাথপুর মহিলা থানার পুলিশ।রবিবার সকালে ঘটনাটি ঘটে রঘুনাথপুর থানার মহুলা গ্রাম এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সম্রাট ঘোষাল (২৭), বাড়ি আদ্রা থানা এলাকায়। ওই নাবালিকার বাবা জানিয়েছে, রবিবার উনি তার দোকানে না থাকায় দোকানে ছিল তার বছর 13 সপ্তম শ্রেণীর তার কন্যা। অভিযোগ তখনই তাকে মোটরসাইকেলে বসিয়ে অপহরণ করে ওই যুবক। এদিন সন্ধ্যায় ওই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। আদ্রার কমলাস্থান থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ এবং শেখান থেকেই গ্রেপ্তার করে ওই যুবককে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ওই নাবালিকার জানায় ওই যুবক তাকে অপহরণের একাধিকবার ধর্ষণ করে। সোমবার ওই নাবালিকার শারিরীক পরীক্ষার পর তার গোপন জবানবন্দী নেওয়া হয় রঘুনাথপুর মহকুমা আদালতে। ধৃতের পুলিশ হেফাজতের জন্য বিচারকের কাছে আবেদন জানায় পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here