পুরুলিয়া : শুক্রবার সন্ধ্যায় বাইক নিয়ে নদীর সেতু পারাপার করতে গিয়ে বানভাসি নদীতে তলিয়ে নিখোঁজ হলো এক ব্যক্তি। ঘটনাটি পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার শ্রাবন্ডি গ্রামের নদীতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রনাথ মাহাতো নামে বাঘমুন্ডি থানার মুনিবেড়া গ্রামের বাসিন্দা কোনো সূত্রে শুক্রবার গন্ধুডি গ্রামে এসেছিলেন। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই তিনি সেই গ্রাম থেকে নিজের বাড়ি মুনিবেড়া যাবার পথে শ্রাবন্ডি গ্রামের বানভাসি সেতুতে বাইক নিয়ে পারাপার করতে গিয়ে নিখোঁজ হয় ইন্দ্রনাথ মাহাতো নামে সেই যুবক। গ্রামের বাসিন্দারা বহু চেষ্টা করেও তাঁকে নদীর জল থেকে তুলতে পারেননি। অবশেষে সেই ব্যক্তি নদীর জলে ভেসে যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া বাঘমুন্ডি থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে সেই ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করে যদিও ব্যর্থ হয় পুলিশ।
শনিবার সকাল থেকেও জোরকদমে চললো তল্লাশি। তবে সকালে বাঘমুন্ডি থানার পুলিশ তাঁর বাইক উদ্ধার করেন নদীর জলে থেকে। অবশেষে আজকে বিপর্যয় মোকাবিলার দলকে খবর দেওয়া হলে সেই দল আজ দুপুর নাগাদ পৌঁছে ঘটনাস্থলে। তারপর উদ্ধার কাজ শুরু করলে বিকেল পেরিয়ে গেলেও সেই ব্যক্তিকে এখনো পাওয়া যায়নি।