নদীতে চান করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক। শনিবার সকালে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলার দল। শুক্রবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার সাঁওতালডি থানা এলাকার গোয়াই নদীতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মৃত যুবকের নাম সাদ্দাম আলম 16 ও শকীপ আলম 17 জানিয়েছেন। তারা সাঁওতালডিহি থানার কাকি বাজার এলাকার যুবক। এই সম্পর্কে আফরোজ আলম জানান গতকাল সন্ধ্যায় সাকিপ ,সাদ্দাম ও সন্দীপ কে নিয়ে তিনি গোয়ায় নদীতে চান করতে গিয়েছিলেন। নদীতে অধিক জল থাকায় শকীপ এবং সাদ্দাম তলিয়ে যায় কোন রকম প্রাণে বাঁচেন তিনি। ঘটনার খবর দেয়া হয় সাঁওতালডিহি থানার পুলিশকে। খবর পেয়ে সাঁওতালডিহি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলার দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। গতকাল রাতে তল্লাশি অভিযান শুরু হলেও কাউকে উদ্ধার করা যায়নি। শনিবার সকালে মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলার দল। পুলিশ দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।