মানবাজার,,ধানক্ষেত থেকে পাইথন উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার পুরুলিয়া জেলার মানবাজার 1 নম্বর ব্লকের রাঙ্গামেটা গ্রামের অদূরে একটি ধানের ক্ষেত পাইথন দেখতে পায় এক কৃষক। ঘটনার খবর ছড়াতেই সাপ দেখতে ভিড় করে শতাধিক স্থানীয় বাসিন্দারা। খবর দেয়া হয় বনদপ্তর কে। ঘটনার খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাইথন উদ্ধার করে তারা । বনদপ্তর সূত্রে খবর খাবারের খোঁজে পাইথন টি ধানের ক্ষেতে এসেছিল। পূর্ণবয়স্ক এই এই পাইথন প্রায় 9 ফুট লম্বা ও 15 কেজি ওজন। পাইথন কে পর্যবেক্ষণের জন্য মানবাজার বন বিভাগের কার্যালয় রাখা রয়েছে। কয়েকদিন পরেই তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেয়া হবে।