পুরুলিয়া,বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহা মিছিল। রবিবার পুরুলিয়া শহরের জুবলি ময়দান থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য ও জ্বালানির দাম এর বিরুদ্ধে মহা মিছিল অনুষ্ঠিত হয়। এদিন জেলা তৃণমূলের কডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূলের নেতা ও শতাধিক কর্মীরা এই প্রতিবাদ মিছিলে পা মেলান।পদযাত্রার শেষে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড এ একটি পথসভা আয়োজিত করা হয় তৃণমূলের পক্ষ থেকে।